নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমি জনগণের প্রতি দায়বদ্ধ : রবিন


সব সময় প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন /
নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমি জনগণের প্রতি দায়বদ্ধ : রবিন

ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, ৫ আগস্টের পর থেকে আমি এলাকার মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে সরাসরি তাদের সমস্যাগুলো শুনে তা সমাধানের জন্য ২০টি অঙ্গীকার করেছি। এগুলো সাধারণ নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং এলাকার মানুষের প্রতি আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই এ অঙ্গীকার।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর কদমতলী থানার ৫২নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

রবিন জানান, সালাউদ্দিন আহমেদ অতীতে একাধিকবার এই এলাকা থেকে সংসদ সদস্য ছিলেন এবং এলাকার উন্নয়নের সূচনা করেছিলেন। তিনি বলেন, আমাকেও ২৪ ঘণ্টা এই এলাকার মানুষের মধ্যেই থাকতে হবে, তাই মানুষের কাছে আমি দায়বদ্ধ।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন অবহেলায় থাকা এলাকাকে নাগরিক সুবিধার আওতায় আনা তার প্রধান অঙ্গীকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর ২২ জানুয়ারি থেকে গণসংযোগ শুরু করেছেন এবং সরাসরি মানুষের কাছ থেকে সমস্যাগুলো শুনেছেন।

রবিন দাবি করেন, ঢাকার ১৫টি আসনের মধ্যে ঢাকা-৪ সবচেয়ে অবহেলিত। এলাকাটিতে খেলার মাঠ, সরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার ও বিনোদনের সুযোগ কম। জলাবদ্ধতা, মাদক ও সন্ত্রাস, গ্যাস সংকট এবং সুপেয় পানির অভাব এখানকার প্রধান সমস্যা।

তিনি বলেন, বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে শিল্পকারখানায় বাধ্যতামূলক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, নির্মাণসামগ্রী পরিবহনে কাভার্ড ভ্যান ব্যবহার এবং ব্যাপক সবুজায়ন কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া ছাদবাগান জনপ্রিয় করতে বিনামূল্যে চারা বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

এলাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কিশোররা মাদক ও অপরাধে জড়াচ্ছে উল্লেখ করে রবিন বলেন, প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা গড়ে তুললে তরুণ প্রজন্মকে সঠিক পথে আনা সম্ভব।

ঢাকা-৪ আসনের ৫২নং ওয়ার্ডের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে সকাল ১০টায় জালালাবাদ আয়রন মার্কেটের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। গণসংযোগ মরাদপুর লালমিয়া সর্দার রোড, হাইস্কুল মাদ্রাসা রোড, রজ্জবআলী সরদার রোড ও পাটেরবাগ এলাকায় সম্পন্ন হয় এবং পুনরায় মাদ্রাসা রোডের মাথায় শেষ হয়।

গণসংযোগ চলাকালে রাস্তায় ও ছাদের উপর থেকে ছোট ছোট বাচ্চারা তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেয়। এলাকার মুরব্বিরা তাকে বুকে জড়িয়ে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম দিপু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর খালেদা আলম, কদমতলী থানার যুগ্ম আহ্বায়ক বাদল রানাসহ অন্য নেতাকর্মীরা।