রেলকর্মী লুৎফার দাবীঃপিকআপকে বানিয়েছে ল্যান্ডক্রুজার


সব সময় প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ন /
রেলকর্মী লুৎফার দাবীঃপিকআপকে বানিয়েছে ল্যান্ডক্রুজার

বিশেষ প্রতিবেদক :

বিগত কয়েকদিন ধরে কয়েকটি মিডিয়া রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগমের ল্যান্ডক্রুজার গাড়িতে অফিস করা নিয়ে সংবাদ প্রচার করে।
এই সংবাদের ব্যাপারে লুৎফা বেগম সব সময়কে বলেন,
আমার স্বামীর অফিসিয়াল পিকআপ গাড়ির নম্বর দিয়ে ( ঢাকা মেট্রো-ঠ-১১-৩৫৪৪ ) সংবাদ প্রকাশ করেন আর ছবি প্রকাশ করে নতুন ল্যান্ডক্রুজার গাড়ি এবং এডিট করা আমার ছবি দিয়ে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে আমি মানসিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ ক্ষতিগ্রস্থ হচ্ছি। তারা সঠিক গাড়ির ছবি দিতো আমার আপত্তি ছিলো না।
আমার স্বামীর পদমর্যাদা অনুযায়ী একজন ফিল্ড অফিসার ১ম শ্রেণীর কর্মকর্তা হিসেবে পিকআপ বরাদ্দ পায়। উক্ত বরাদ্দকৃত পিকআপে আমার স্বামী অফিস কিংবা রোড পরিদর্শনকালে আমাকে আমার কর্মস্থলে মাঝে মধ্যে চলার পথে পৌছিয়ে দেয়। তাছাড়া আমার নামে রেলওয়ে সরকারী বরাদ্দকৃত বাসায় আমার স্বামীসহ পরিবার বসবাস করি। যেহেতু আমরা স্বামী স্ত্রী উভয়ই সরকারী কর্মকর্তা তাই একে অপরের সহযোগিতা করেই চলি। এখানে অপরাধটা কোথায়?
আমি রেলওয়ের সকল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে অদ্যাবধি পর্যন্ত সুনাম ও দক্ষতার সাথে চাকুরি করে আসছি। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। যারা আমার নামে মিথ্যা নিউজ করেছে আল্লাহ তাদের ফয়সালা করবে।